ভাতিকর অভিজ্ঞতা জীবনের সাধারণ ঘটনা। দশ বছর বয়সে আমি একবার এমন ভীতিকর পরিস্থিতিতে পড়েছিলাম। চট্টগ্রামে বসবাসরত এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার সান্নিধ্য পেয়ে বন্ধু খুব খুশি ও উত্তেজিত বােধ করেছিল । রাত নামলে বন্ধুকে তার বােনের সাথে গােপনে কথা বলতে দেখা গেল। তারা কোনাে কিছু পরিকল্পনা করছে বলে মনে হলাে। তবে আমি ঠিকমতাে বুঝতে পারলাম না। আমি তাদেরকে এড়িয়ে বিছানায় গেলাম কারণ আমার কয়েকবার হাই উঠেছিল। আমি যখন একটি বালিশ স্পর্শ করলাম তখন আমি বিছানায় একটি সাপ দেখলাম। খুব ভীতসন্ত্রস্ত হয়ে আমি উচ্চৈঃস্বরে চিৎ্কার করলাম। আমি আমার হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আর তাই মেঝেতে মুছা গেলাম। চেতনা ফিরে পেয়ে আমার পাশে প্রত্যেককে বসে থাকতে দেখলাম। তারা আমার জ্ঞান ফিরেছে দেখে খুশি হলাে। অতঃপর বন্ধু আমাকে বলল যে এটা আসল সাপ ছিল না। এটা প্লাস্টিক দিয়ে তৈরি। একথা শুনে আমি হাসতে শুরু করলাম আর সাপটিকে স্পর্শ করতে চেষ্টা করলাম। আমি আর ভয় পেলাম না। এটি আমার জীবনে ঘটা এক স্মরণীয় ভীতিকর ঘটনা। এটা এখনও আমার মনে পড়ে। যখনই এটা মনে পড়ে তখনই আমি মজা পাই এবং অবচেতন মনে হেসে ফেলি।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment