SkyIsTheLimit
Bookmark

ব্যাকরণ শেখার প্রয়ােজনীয়তা অনুচ্ছেদ রচনা

ব্যাকরণ শেখার প্রয়ােজনীয়তা

কোন ভাষায় ব্যাকরণ শেখার প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। ব্যাকরণ যে কোন ভাষাকে স্পষ্ট ও বােধগম্য করে তােলে। আমি সবসময় ব্যাকরণ পড়তে আগ্রহ বােধ করি। পড়ার সময় যদি আমি নতুন কোন নিয়ম কানুন বের করতে পারি তাহলে আমি যেগুলাে মনে রাখার সর্বাত্মক চেষ্টা করি। আর যদি আমি সেসব নতুন নিয়মকানুনগুলাে বুঝতে অসমর্থ হই তাহলে সেগুলাে আমি আমার বড় ভায়ের কাছ থেকে সমাধান করে নিই। ব্যাকরণের নিয়ম-কানুন আমার কাছে খুবই মজার মনে হয়। আমার মনে হয় ইংরেজি শেখার ক্ষেত্রে এসব নিয়ম-কানুন প্রয়ােজনীয়। ব্যাকরণের নতুন নিয়ম-কানুন শিখে আমি ইংরেজি বিষয়ে আমার দুর্বলতাগুলাে দূর করতে পারি। আমি এও মনে করি যে, ইংরেজি ভাষায় ব্যাকরণগত নিয়মকানুন না শিখে কেউ ঠিকমতা ও সঠিকভাবে কোনকিছু লিখতে পারে না। তাই কোন ভাষা শিখতে হলে ব্যাকরণ আয়ত্ত্ব করা উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment