SkyIsTheLimit
Bookmark

কলেজে আমার প্রথম দিন অনুচ্ছেদ রচনা


কলেজে আমার প্রথম দিন

কলেজের প্রথম দিন হচ্ছে নতুন পরিবেশে নতুন অভিজ্ঞতা। এটা যে কাউকে রােমাঞ্চিত ও উত্তেজিত করে। কলেজের প্রথমদিন আনন্দ- উল্লাসের দিনও বটে। প্রথম বারের মতাে কলেজে এসে একজন গর্ব বােধও করতে পারে। এটা সত্য যে, আবেগ-অনুভূতি শিক্ষার্থীভেদে আলাদা হয়ে থাকে। আমারও কলেজের প্রথম দিনকে ঘিরে একটি ভিন্ন ধরনের অনুভূতি আছে। সকাল বেলা ঘুম থকে উঠে আমি মানসিক প্রস্তুতি গ্রহণ করলাম। একটু আগেভাগে আমি অস্থিরভাবে আমার নাস্তা খেয়ে নিলাম। নতুন পােশাক পরে আমি আমার বাইসাইকেলে চড়লাম। ঘন্টা বাজলে সকল ছাত্র/ছাত্রী তাদের আসন গ্রহণ করল। শান্ত-নিবিড় পরিবেশ বিরাজ করেছিল। একজন শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে তার পরিচয় তুলে ধরলেন। তিনি ছিলেন আমাদের ইংরেজি শিক্ষক। তিনি ইংরেজিতে তার পাঠ উপস্থাপন করলেন। আমি তার কথা বুঝতে পেরে খুবই বিচলিত বােধ করলাম। ইতােমধ্যে অন্য শিক্ষকগণের সাথে অধ্যক্ষ মহােদয় শ্রেণিকক্ষে প্রবেশ করলেন। অধ্যক্ষ মহোদয় সংক্ষিপ্ত বক্তৃতা শেষে শিক্ষকগণকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর অন্য শিক্ষকদের সাথে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। ইংরেজি শিক্ষক শিক্ষামূলক কিছু শেখালেন। তারপর বাংলা শিক্ষক এসে তার ক্লাস নিলেন। তিনি খুবই রসিক ছিলেন। তিনি আনন্দ-বিনােদনের সাথে তার বক্তৃতা উপস্থাপন করলেন। আমাদের সকলেই তার বক্তৃতা পছন্দ করল। যাহােক আমি আমারঙ্কুল ও কলেজের মধ্যে কিছু পার্থক্য লক্ষ করলাম। আমার কলেজ আমার স্কুলের চেয়ে বেশ বড় ছিল। শিশুদেরকে অধিথক জ্ঞানী এবং দার্শনিকমনা মনে হলাে। ক্যাম্পাসের সুন্দর পরিবেশ, আধুনিক সুযােগ সুবিধা এবং সহপাঠীদের বন্ধুসুলভ মনােভাব আমাকে সর্বাধিক আকর্ষণ করেছিল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment