সবজি বাগান বলতে সাধারণত এমন বাগানকে বুঝায় যেখানে শাকসবজি এবং কখনাে কখনাে ফল জন্মানাে হয়। আমার বাসার সামনে একটি সবজি বাগান আছে যেখানে আমি সচরাচর অবসর সময় কাটাই। আসলে আমি সকালে ও সন্ধ্যায় বাগানে কাজ করি। বাগানটি শাকসবজির ভালাে উৎস বলে আমার বাবা-মাও এর যত্ন নেন। ভালাে ফলনের জন্য আমি চারাগাছগুলাের যত্ন নিই, কোদাল দিয়ে মাটি আলগা করি আর আগাছা পরিষ্কার করি। আমি আমার সবজি বাগানে সাধারণৃত ড্রাটা বেগুন, শসা, লেবু, কাঁচা মরিচ, শিম ইত্যাদি চাষা করি। সত্যি কথা বলতে কি আমার সবজি বাগান সবক্ষেত্রে উপযােগী কারণ এটি আমাদের নানাভাবে উপকার সাধন করে। এটি কখনাে কখনাে শাকসবজি বিক্রির মাধ্যমে অর্জিত অর্থের যােগান দিয়ে আমার পরিবারের উপকার সাধন করে। এটি আমাকে নিত্য নৈমিত্তিক কাজের একঘেয়েমি থেকে পরিত্রাণ দেয়। আর তাই এটি আমি খুব বেশি পছন্দ করি।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment