আমি অনেক বাঙালি কবির কবিতা পড়েছি। তবে কাজী নজরুল ইসলামের লেখা আমার কাছে সবচেয়ে বেশি আবেদনময়, তার কার্যাবলি আমাকে উৎসাহ-উদ্দীপনা, নতুনত্ব, বিবেকবুদ্ধি, আশা-আকাঙ্ক্ষা প্রদান করে। তার কবিতা, গান ও অন্যান্য লেখায় আমার অনুভূতি ও আবেগ খুঁজে পাই। তাই তিনি আমার প্রিয় কবি। তিনি বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। তাঁর অগ্নিবীনা, বিষের বাশি, যুগবাণী, রিক্তের বেদন ইত্যাদি আমার প্রিয় পাঠ। যাহােক, নজরুল ১৩০৬ বঙ্গাব্দ ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার অস্থির চিত্ত তাকে নির্দিষ্ট স্থানে থাকতে দেয়নি। ছােটবেলায় তাকে একবার বিদ্যালয়ে দেখা গেল। আরেকবার বাদ্যদলের সাথে দেখা গেল আর পরবর্তীতে দশম শ্রেণীর ছাত্র অবস্থায় ১৯১৪ সালে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্র পক্ষের সৈন্য হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি নেই। তিনি ১৯৭৬ সালে ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তবে তার কার্যাবলি আলােকিত জীবন নির্বাহ করার জন্য মানুষকে উদ্দীপ্ত করতে চিরভাস্বর হয়ে থাকবে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment