বাংলাদেশ ষড়ঋতুর দেশ। তবে সব ঋতুর মধ্যে আমি বর্ষাকাল সবচেয়ে বেশি পছন্দ করি। বাংলাদেশে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে গঠিত। তবে এই ঋতু কখনাে কখনাে আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয়। যাহােক, এই ঋতু মৌসুমী বায়ুর মাধ্যমে সৃষ্টি হয়। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া দক্ষিণ পশ্চিমাঞলীয় মৌসুমী বায়ু বর্ষা নিয়ে আসে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবাহিত হয়। উপরের ঠাণ্ডা বায়ুর সংস্পর্শে এই জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। এই শীতল বাম্প তখন মেঘে পরিণত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই সময় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টিপাত কখনাে কখনাে কয়েক দিন ধরে চলতে থাকে। এ সময় আমার গান গাওয়া ও রােমান্টিক কবিতা লেখার ইচ্ছা জাগ্রত হয়। বৃষ্টিতে গােসল করতে পারলে আমি খুব আনন্দিত বােধ করি। আর এই ঋতুতে আমি এই সুযােগটি পাই।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment