SkyIsTheLimit
Bookmark

আর্সেনিক সমস্যা অনুচ্ছেদ রচনা

আর্সেনিক সমস্যা

বর্তমান সময়ে আর্সেনিক সমস্যা বাংলাদেশের জন্য একটি উদ্বেগ। আর্সেনিক বলতে বুঝায় মারাত্মকভাবে বিষাক্ত একধরনের সাদা মিশ্র ভঙ্গুর পদার্থ। বর্তমানে বাংলাদেশের অনেক জেলায় নলকুপে এই উপাদান ব্যাপকমাত্রায় সনাক্ত করা হয়েছে। আর্সেনিক দৃষিত পানি পানের ফলে আর্সেনিকোসিস হয়। যদিও এটা একটা ধীর প্রক্রিয়া তবুও এটা আমাদের কিডনি, লিভার, ত্বক এবং স্নায়ুতন্ত্রের নষ্ট করে দিতে পারে। দীর্ঘমেয়াদী বিষক্রিয়া রােগির মৃত্যুও ঘটাতে পারে। এটা পরীক্ষা করা প্রয়ােজন এবং কীভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় সেটা লােকজনকে শেখানাে উচিত। প্রতিরােধের জন্য এক্ষেত্রে খাবার পানির নিরাপদ উৎস অত্যন্ত জরুরি। জনসাধারণকে ভিটামিন-এ, সি ও ই সমৃদ্ধ সুষম খাবার খাওয়ার শিক্ষা দিতে হবে। খাবার পানির নিরাপদ উৎস যদি দুম্পাপ্য তাহলে আর্সেনিক দুষিত পানি কতকগুলাে পরিশােধন ব্যবস্থার পর পান করা যেতে পারে। আমাদের দেশের আর্সেনিক সমস্যা সমাধানে বিশ্বব্যাংক সম্ভব সব ধরনের সহযােগিতা প্রদানের সম্মত হয়েছে। এটা ইতেতােমধ্যেই এ সমস্যা সমাধানে কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে। সরকারেরও উচিত আর্সেনিক দৃষণ ঠেকাতে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment