SkyIsTheLimit
Bookmark

ইংরেজি শেখার প্রয়ােজনীয়তা অনুচ্ছেদ রচনা

ইংরেজি শেখার প্রয়ােজনীয়তা/গুরুত্ব

যে ভাষা ব্যাপকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবহৃত হয় তাকে আন্তর্জাতিক ভাষা বলে। ইংরেজি সার্বজনীন ভাষা হিসাবে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এজন্য ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলে। আন্তর্জাতিক মানের কারণে ইংরেজি এত বেশী গুরুত্বপূর্ণ। জ্ঞানের বিভিন্ন শাখায় আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করার জন্যে এবং আরাে ভালাে পেশাজীবন গঠন করতে এ ভাষা শেখা জরুরি। আজকের বিশ্বায়নের এ পৃথিবীতে দেশের সীমানার বাইরে যােগাযােগের জন্য ইংরেজি শেখা আবশ্যক। বর্তমানে পৃথিবীর কম্পিউটারের যাবতীয় তথ্যের ৮০% এর বেশী ইংরেজিতে। যেকোনাে আন্তর্জাতিক সমাবেশ; আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্য ইংরেজিতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংস্থার প্রয়ােজন ঐসব লােকদেরকে যারা মানসম্মত ইংরেজি বলতে ও লিখতে পারে। সুতরাং ভালাে পেশাজীবন গঠন করতে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাছাড়া, উচ্চশিক্ষা লাভ বা চাকরি পেতে বিদেশে যেতে চাইলে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাই ইংরেজি না শিখলে বর্তমানে বিশ্বায়নের এ প্রতিযােগিতায় আমরা পিছনে পড়ে থাকব। অনেক বিশেষজ্ঞের মতে ব্যাকরণ একটি ভাষাকে সঠিক ও স্বার্থকভাবে শিখতে সাহায্য করে। ইংরেজি পাঠ্যবইটি আমাদেরকে ইংরেজি শিখতে ব্যাপকভাবে সহায়তা করছে। কারণ মৌলিক ব্যাকরণগত দিক আলােচনাসহ বইটি কমিউনিকেটিভ পদ্ধতির ওপর গুরুত্ব আরােপ করেছে। সুতরাং আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ্যবই পড়া উচিত। উপসংহারে বলা যায় যে, বিশ্বায়নের এ পৃথিবীতে প্রবেশ করতে ইংরেজি শেখার কোনাে বিকল্প নেই।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment