গ্রন্থাগার এমন একটি স্থান যেখানে বইপুস্তক পাওয়া যায়। তবে কলেজ গ্রন্থাগার ব্যতিক্রম, এটি শুধু সংশ্লিষ্ট কলেজের ছাত্র শিক্ষকদের জন্য। এটি মূলত কলেজ প্রাঙ্গনের মূল ভবনের সাথে সংযুক্ত কিংবা আলাদা স্থানে স্থাপন করা হয়। এটি জ্ঞানের ভাণ্ডার। ছাত্ররা অদেখা ও অজানা জ্ঞান অর্জন করতে গ্রন্থাগারে যায়। গ্রন্থাগার ব্যতীত একটি কলেজ স্বয়ংসম্পূর্ণ হয় না। প্রত্যেক শিক্ষার্থীর একটি গ্রন্থাগার কার্ড থাকতে হবে। গ্রন্থাগারে বইপড়ার জন্য একটি বিশাল টেবিল স্থাপন করা হয়। আমার কলেজ গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই সংরক্ষণ করা হয়। মূলত উপন্যাস, গল্প, কবিতা, নাটক, জীবনবৃত্তান্ত ও ইতিহাস সংক্রান্ত বই প্রচুর থাকে। বই মনােনয়ন করতে শিক্ষার্থীরা তালিকার সাহায্য গ্রহণ করে। তখন আমি বিভিন্ন শ্রেণীর বই পড়ি যা আমার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করে। জ্ঞাসম্পন্ন জাতি গড়ে তুলতে গ্রন্থাগারের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থাগারের বহুবিধ বই পড়ার মাধ্যমে ছাত্রদের মানসিক অভিব্যক্তি সমৃদ্ধ হয়। অতএব গ্রন্থাগারের প্রয়ােজনীয়তা অপরিসীম।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment