লটারি জেতা অত্যানন্দপূর্ণ এবং রােমাঞ্কর। লটারি জেতার পর একজন আনন্দে আত্মহারা হয়ে যেতে পারে এবং অনেক কিছু করার স্বপ্ন দেখতে পারে। আসলে লটারি জেতাটা ভাগ্যের ওপর নির্ভর করে। যাহােক আমি যদি এক লক্ষ টাকার লটারি জিততাম তাহলে আমি আনন্দে ও খুশিতে আপ্লুত হয়ে যেতাম এবং একটি হাস-মুরগীর খামার প্রতিষ্ঠায় পরিকল্পনা করতাম এবং এ খামার পরিচালনা করে আমার পরিবারের দারিদ্র বিমােচনের সর্বাত্মক চেষ্টা করতাম। এটা করে যদি আমি লাভ করতে পারতাম তাহলে আমি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করতাম। আর প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ পেয়ে বেকার লােকজন কর্মজীবী হতাে এবং এতে করে বেকার সমস্যা কমতে পারতাে। এরপর আমি আধুনিক সুযােগসুবিধাসম্পন্ন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম যাতে করে সংশ্লিষ্ট রােগিদেরকে উন্নত চিকিৎসার জন্য বড় শহরগুলােতে যাওয়ার প্রয়ােজন না হয়। আমি দেশবাসীর ব্যাপক কল্যাণের জন্য এসব কাজগুলাে করতাম।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment