SkyIsTheLimit
Bookmark

গ্রাম্যজীবন অনুচ্ছেদ রচনা

গ্রাম্যজীবন/গ্রামের জীবন

গ্রামের জীবন খুবই প্রাকৃতিক এবং আমাদের গ্রামের লােকজন খুবই সরল জীবনযাপন করে। তাদের জীবন খুবই সহজ সরল। খুব সকালে পাখির সুমধুর গান শুনে তারা ঘুম থেকে ওঠে। গ্রামাঞ্জলে মানুষ দুষণমুক্ত পরিবেশে বাস করে। তা সতেজ খাবার, শীতের পিঠা এবং শাকসবজি উপভােগ করে। তারা অবাধে মাঠঘাটে ঘুরে বেড়ায়, নদীতে কিংবা পুকুরে সাঁতার কাটে। গ্রামের ছেলেমেয়েরা মুক্ত বাতাসে খেলাধুলা করতে পারে এবং নানারকম পার্বন ও উৎসব উপভােগ করতে পারে। গ্রামের লােকজন আমাদের ঋতু পরিবর্তন এবং বিভিন্ন ঋতুর নানান সৌন্দর্য উপভােগ করতে পারে। তারা জ্যোৎস্না রাত এবং সুর্যোদয় ও সুর্যাস্তের দৃশ্য উপভােগ করতে পারে। তারা আরও গ্রাম্য মেলা, জারীসারি, বাউল গান, ভাওইয়া গান প্রভৃতি উপভােগ করতে পারে । জীবনকে তারা নগর বাসিদের মতাে কঠিন ও জটিল মনে করে না। অধিকাংশ গ্রামই অনুন্নত এবং লোকজন এখানে আধুনিক সুযােগ-সুবিধা উপভােগ করতে পারে না। তবুও তারা এখানে সরলভাবে সন্তুষ্টির সাথে সুখে শান্তিতে জীবনযাপন করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment