SkyIsTheLimit
Bookmark

বৃক্ষরােপণ অনুচ্ছেদ রচনা

বৃক্ষরােপণ

বর্তমানে বৃক্ষরোপণ একটি স্লোগান হয়ে উঠেছে। এর প্রয়োজনীয়তা বিশ্বব্যাপী। গাছপালা আমাদের পরিবেশের সবচেয়ে প্রয়ােজনীয় উপাদান। এটা স্পষ্ট যে গাছপালা আমাদের অস্তিত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এগুলাে আমাদেরকে অক্সিজেন দেয় এবং খাদ্যের যােগান দেয়। গাছপালার প্রত্যক্ষ কিংবা পরােক্ষ সাহায্য ব্যতীত কেউ বেঁচে থাকতে পারে না। গাছপালা আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু এবং আমাদের জীবনমরণের সাথে সম্পর্কযুক্ত। কারণ এটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নেয়। গাছপালাকে আয়ের উৎসও গণ্য করা হয়। গাছপালাবিহীন একটা মুহুর্তের কথা চিন্তা করি। তখন আমরা অবশ্যই বিরান ও মরুভূমির মতাে দৃশ্য খুঁজে পাব। জীবন সম্পর্কে গভীরভাবে ভাবলে গাছবিহীন জীবন অসম্ভব ও কল্পনাতীত বলে মনে হবে। গাছপালার অভাবে আমাদের জীবন ও অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। গাছপালা ব্যতীত পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। অতএব মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশি পরিমাণে বৃক্ষরােপণ করা উচিত। এতে শ্রেয়তর পৃথিবী নিশ্চিত হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment