নবীনবরণ অনুষ্ঠান যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আকর্ষণ। আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের কলেজের অধ্যক্ষ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আমরা কলেজের তােরণদ্বার, কলেজভবন ও মিলনায়তনটি সুন্দরভাবে, সাজাই। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদেরকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। অধ্যক্ষ তাঁদেরকে আন্তরিকভাবে অভিবাদন জানান। ছাত্রছাত্রীরা রজনিগন্ধার স্টিক দিয়ে নবীনদেরকে বরণ করে নেয়। কয়েকজন ছাত্র-ছাত্রী, শিক্ষক অতিথি, প্রধান অতিথি এবং সবশেষে সভাপতি তাদের বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ নবীনদেরকে পড়াশুনায় মনােযােগি হতে এবং রাষ্ট্র ও শৃঙ্খলা পরিপন্থা কোন কাজ না করতে বলেন। আলােচনা সভার পর শুরু হয় এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা গান গেয়ে, নেচে এবং আনন্দ করে অনুষ্ঠানটাকে উপভােগ্য করে তুলি। সমগ্র অনুষ্ঠানটি ৩ ঘণ্টা ধরে চলে। এটা নিঃসন্দেহে আমার কলেজ জীবনের একটি চমৎকার অভিজ্ঞতা।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment