SkyIsTheLimit
Bookmark

খেলাধুলার প্রয়ােজনীয়তা অনুচ্ছেদ রচনা

খেলাধুলার প্রয়ােজনীয়তা

খেলাধুলা বিনােদনের জনপ্রিয় মাধ্যম। এছাড়াও, এটি সুস্বাস্থ্য সংরক্ষণের চমৎকার মাধ্যম। সে কারণে আমাদের বাস্তব জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। খেলাধুলা প্রয়ােজন কারণ এগুলাে কর্মের জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এগুলাে আমাদের কর্মজীবন নির্ধারণ করে এবং শরীর গঠন করে। খেলাধুলার ধরনের মধ্যে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, হা-ডুড়ু আমাদের দেশে খুব জনপ্রিয়। যাহােক, আমাদের দেশের প্রায় প্রত্যেক ব্যক্তি খেলাধুলা পছন্দ করে। আমিও খেলাধুলা পছন্দ করি। হিতকর ভূমিকার জন্য আমি খেলাধুলা পছন্দ করি। এটা আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তােলার বা সুদৃঢ় করারও উপযুক্ত মাধ্যম। ক্রীড়াস্থল বিভিন্ন দেশের লােকদের জানতে আমাদেরকে সাহায্য করে। ফলে বিভিন্ন দেশের লোেক পারস্পরিক মতামত/অভিমত বিনিময় করার সুযােগ পায়। অধিকন্তু, ভিন্ন ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হলে সংস্কার দূর করা যার এবং দৃষ্টিভঙ্গীর সম্প্রসারণ ঘটানাে যায়। এগুলাে আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের উপায় ও প্রতিপক্ষের সাথে লড়াই করার উপায় শিক্ষা দান করে এবং দলীয় উৎসাহ উদ্দীপনা সম্পর্কে অবগত করায় যা ছাড়া আমরা কোনাে কিছু অর্জন করতে পারি না। সর্বোপরি, খেলাধুলা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment