SkyIsTheLimit
Bookmark

বায়ুদূষণ অনুচ্ছেদ রচনা

বায়ুদূষণ

বায়ু একটি প্রাণদায়ী শক্তি। প্রাণী এবং উন্ডিদ উভয়ই বায়ু থেকে অক্সিজেন বা কার্বন-ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। তাই, যদি বায়ু দূষিত হয়, তবে স্বাভাবিকভাবেই তা সবার জন্য হুমকির সৃষ্টি করে। এই জন্য বায়ু পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু বায়ু এত মারাত্মকভাবে দূষিত হচ্ছে যে বর্তমানে এ সমস্যা একটি বৈশ্বিক উদ্বিগ্নতায় পরিণত হয়েছে। বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। কিন্তু শহর এলাকায় বায়ু দূষণ তীব্রতর কারণ এখানকার যানবাহন এবং মিল ও কলকারখানা কার্বন মনােক্সাইড গ্যাস এবং ধোয়া নির্গত করে যা আমাদের শহরের বায়ুকে মারাত্মকভাবে দূষিত করে। এছাড়া, বর্জ্য পােড়ানাে এবং উন্মুক্ত স্থানে মনুষ্য বর্জ্যের যত্রতত্র নিঃসরণও মারাত্মক বায়ু দূষণের কারণ। যে সকল যানবাহন অতিরিক্ত ধােয়া নির্গত করে সেগুলোকে নিষিদ্ধ করা উচি। বায়ু দূষণ কমানাের জন্য যানবাহনে সীসামুক্ত পেট্রোল ব্যবহার করা উচিত কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকাকে বিশ্বের সর্বাপেক্ষা দৃষিত নগরী হিসাবে চিহ্নিত করেছে। দূষিত বায়ু গ্রহণ করে আমরা শ্বাসনালীর প্রদাহজনিত রােগ এবং শ্বাস-প্রশ্বাসজনিত রােগের শিকার হই। বায়ুদূষণ বন্ধের সর্বাপেক্ষা ভালাে উপায় হলাে বৃক্ষরােপণ করা এবং সেগুলাের যত্ন নেয়া। সেজন্য অবশ্যই বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে এবং যথেচ্ছ বৃক্ষনিধন প্রতিহত করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment