SkyIsTheLimit
Bookmark

আমাদের দেশের ঋতুসমূহ অনুচ্ছেদ রচনা

আমাদের দেশের ঋতুসমূহ

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সেগুলাে হলাে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতু দুইমাস থাকে। বাংলা বৈশাখ ও জৈষ্ঠ্য মাস নিয়ে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে পুকুর, খালবিল, নদীনালা শুকিয়ে যায়। গ্রীষ্মের ঠিক পরেই আসে বর্ষা। এটা আষাঢ় ও শ্রাবন এই দুইমাস স্থায়ী হয়। অনেক সময় ভারী বর্ষণের ফলে বন্যা দেখা দেয় যা ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎ কাল। শরৎকাল আসে নীল আকাশ নিয়ে। মাঠঘাট সবুজ ফসলে পরিপূর্ণ দেখা যায়। ফুল ফোটে। কার্তিক ও অগ্রাহায়ন এই দুইমাস নিয়ে হয় হেমন্ত কাল। এটা ধানের মওসুম। কৃষকেরা ধান নিয়ে ব্যস্ত ও খুশি থাকে। শীত একটি ঠাণ্ডা ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস নিয়ে এই ঋতু। প্রকৃতিকে প্রাণহীন মনে হয়। এটা আমাদের জন্য প্রচুর শাকসবজি উপহার দেয়। বসন্ত হলাে ঋতুরাজ। গাছে গাছে কচি পাতা দেখা যায়। কোকিলের ডাকের পাশাপাশি দখিনা বাতাস বয়ে যায়। আমি বসন্তকালকে সবচেয়ে বেশি ভালােবাসি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    28 February, 2024
    Thanks
    Reply
  • Anonymous
    Anonymous
    06 June, 2023
    খুব সুন্দর হয়েছে
    Reply