SkyIsTheLimit
Bookmark

আমার দৈনন্দিন রুটিন অনুচ্ছেদ রচনা

আমার দৈনন্দিন রুটিন

দৈনন্দিন রুটিন মানুষকে নিয়মতান্ত্রিক করে তােলে। যাহােক, আমি সাধারণত সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি। তারপর নামায পড়তে অজু করি। অতঃপর হাঁটার উদ্দেশ্যে বের হই। তারপর পড়তে বসি। প্রায় আড়াই ঘণ্টা পড়ার পর পরিবারের সদস্যদের সাথে প্রাতঃরাশ করি। এরপর কলেজে যাওয়ার জন্য তৈরি হই। সকাল নয়টায় কলেজের উদ্দেশ্যে যাত্রা করি আর সাড়ে নয়টায় পৌছি। আমাদের ক্লাস দশটায় আরম্ভ হয়। ক্লাসে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তৃতায় মনােযােগী হতে যথাসাধ্য চেষ্টা করি। যাহােক, আমাদের কলেজ দুইটায় ছুটি হয়। তিনটায় বাড়ি ফিরে আসি। গােসলের পর মধ্যাহ্নভােজ করি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর অন্যান্য সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করতে বের হয়ে যাই। মাগরিবের নামাযের পূর্বে বাড়ি ফিরে আসি। হাত-পা ধােয়ার পর নামায পড়ে পড়তে বসি। এক টানা প্রায়, তিনঘন্টা পড়াশুনা করি। রাত দশটায় পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া করি। এগারােটায় ঘুমাতে যাই। আর এভাবে আমি দিন কাটাই।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment