যখন মানুষ সব ধরনের কায়িক শ্রম, মানসিক যাতনা ও দায়-দায়িত্ব থেকে মুক্ত থাকে তখন তাকে অবসর বলে। লােকজন উদ্দেশ্যবিহীন ও স্বতঃস্ফূর্তভাবে অবসর সময় কাটাতে পছন্দ করে। গ্রামবাসী গল্পগুজব করে, তাস খেলে, বেতার শুনে অবসর সময় কাটায়।পক্ষান্তরে, নগরবাসী স্যাটেলাইট অনুষ্ঠানমালা, সিনেমা দেখে ও গল্পগুজব করে অবসর সময় অতিবাহিত করে। তারা টেলিভিশন, ক্রিকেট, ফুটবলের মতাে পরিচিত খেলাধুলা দেখে আনন্দ পায়। কখনাে কখনাে নাটক, টকশাে, সংবাদ, সিনেমার মতাে স্যাটেলাইট সম্প্রচারিত অনুষ্ঠানমালা দেখে। সাধারণত লােকজনের শীতের শেষ ভাগের কার্যাবলি হলাে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা, খেজুরের রস পান করা ও হা-ভুতু, ফুটবলের মতাে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা। আমাদের জটিল বৈষয়িক কার্যাবলির মাঝে ভ্রমণ আমাদের মনকে প্রশান্ত করে আর নব উন্নয়নের জন্য উৎসাহ উদ্দীপনা যােগায়। এটি আমাদের অবসরকালীন কাজও হতে পারে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment