মেলা হলাে ভােক্তা, কিংবা ক্রেতার জন্য প্রয়ােজনীয় জিনিসপত্রের বিভিন্ন উপকরণের প্রদর্শনী। পণ্য সামগ্রীর ভালােরকম স্বীকৃতি পেতে কিংবা পণ্য সামগ্রী জনপ্রিয় করে তুলতে মেলা অনুষ্ঠিত হয়। অতএব, বইমেলা পাঠকদের কৌতুহল অন্বেষণ করে বলে একই উদ্দেশ্য সাধন করে বইমেলা পাঠক, শিক্ষিত ব্যক্তি ও লেখকদের কাছে খুব জনপ্রিয়। ভাষা আন্দোলন আমাদের দেশের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে দিবস পালন করতে বাংলা একাডেমি প্রাঙ্গনে। বইমেলা শিক্ষা বিস্তার করতে বই এবং আমাদের জ্ঞানের পরিধি প্রসারিত করতে প্রকাশনা উৎসাহিত করে। এটি বই পড়ার প্রতি পাঠকদের কৌতুহল সৃষ্টি করে। বাংলা একাডেমি মেলার পৃষ্ঠপােষকতা করে আর স্ব-স্ব বইয়ের প্রচারণা চালাতে বিভিন্ন প্রকাশনী স্টল স্থাপন করে। বইমেলায় সাধারণত গল্পের বই, উপন্যাস, বিভিন্ন নাটকের বই, কবিতার বই, জীবনীগ্রন্থ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বই সামাজিক সচেতনতা সৃষ্টি সংক্রান্ত বই ইত্যাদি পাওয়া যায়। সম্প্রতি আমি একটি বইমেলা পরিদর্শন করেছি এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। কয়েকজন লেখককে স্টলে বসে থাকতেও দেখা যায় আর তাদের ভক্তরা অটোগ্রাফের জন্য সেখানে জমায়েত হয়। বইমেলা সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হলাে এটি মহান ব্যক্তিদের ধ্যান- ধারণা ছড়িয়ে দেয়। যাহােক, আমার মতে পৃষ্ঠপােষকতা করে, নিয়মানুবর্তিতা বজায় রেখে এবং বইয়ের দাম কম ধরে এ ধরনের বই মেলা সফল করা যেতে পারে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment