SkyIsTheLimit
Bookmark

শিক্ষার প্রয়ােজনীয়তা অনুচ্ছেদ রচনা

শিক্ষার প্রয়ােজনীয়তা

একটি জাতিকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয় তাহলে এর অতি প্রয়াজনীয় মেরুদন্ড হবে শিক্ষা। তাই শিক্ষার প্রয়ােজনীয়তা। সত্যিকার অর্থে অনস্বীকার্য। শিক্ষা দেহ, মন আত্মার পরিশােধন করে বলে অজ্ঞতার অন্ধকার দূর করতে শিক্ষা অর্জনের কোনাে বিকল্প নেই। শিক্ষা সবচেয়ে প্রভাব বিস্তারকারী অনুঘটক যা সমাজ সংস্কার করে। শিক্ষা চমৎকার পারস্পরিক বােধগম্যের ক্ষেত্র সৃষ্টি করে। শিক্ষার আলাের মাধ্যমে মানুষের মাঝে বােধগম্যের ক্ষমতা উন্নীত করা যায়। শুধু শিক্ষার মাধ্যমেই জাতি সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছতে পারে। সামগ্রিক সাফল্যের মাধ্যমে এটি জাতিকে সােজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এসব সুযােগ সুবিধার মাধ্যমে শিক্ষা বিশ্ববাসীর জন্য কল্যাণকর জীবন নিশ্চিত করে। শিক্ষা দুস্থদের ব্যাপক সাহায্য করে। সুশিক্ষা কল্যাণকর জীবন নিশ্চিত করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment