স্যাটেলাইট টিভি চ্যানেল বলতে ঐসব চ্যানেলকে বােঝায় যেগুলাে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশে টিভি অনুষ্ঠান সম্প্রচার করে। স্যাটেলাইট সম্প্রচার টেলিভিশনে নতুন মাত্রা যােগ করেছে। আজকাল অসংখ্য স্যাটেলাইট চ্যানেল বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা সম্প্রচার করে। সব চ্যানেলের অনুষ্ঠানমালা হিতকর নয়। Discovery, National Geographic, CNN, BBC-র মতাে কিছু চ্যানেল খুব তথ্যবহুল অনুষ্ঠানমালা সম্প্রচার করে এবং আমাদের মনকে প্রজ্ঞা আর বিজ্ঞতায় সমৃদ্ধ করে। পক্ষান্তরে, TV-6, MTV, HBO, AXN, REN TV-র মতাে কিছু চ্যানেল সাংস্কৃতিক ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে কারণ এগুলাে নগ্নতা আর অশ্লীলতায় ভরা। আমাদের সমাজে এর নেতিবাচক ভূমিকা রয়েছে। কিছু চ্যানেল সাংস্কৃতিক আগ্রাসন ও নৈতিক অবক্ষয় ঘটায়। এভাবেই আমাদের সমাজে বিজাতীয় সংস্কৃতির অনধিকার প্রবেশ ঘটছে। এসব চ্যানেল ও অনৈতিক অনুষ্ঠানমালা এড়িয়ে আর আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে একে লালন ও সমৃদ্ধ করা যায়। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও উপাদানসমূহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এটা সত্য যে কিছু কিছু স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠানমালা নাশকতামূলক। ক্ষতিকর অনুষ্ঠানমালা বর্জন করা উচিত। অর্থাৎ, স্যাটেলাইট টিভি চ্যানেলের গঠনমূলক অনুষ্ঠানমালা উপভােগ করা উচিত। মন্দ দিকগুলোকে ন্যূনতম পর্যায়ে রেখে স্যাটেলাইট টিভি থেকে কীভাবে সর্বোত্তম সুবিধা উপভােগ করা যায় তার উপায় খুঁজে বের করতে হবে। অন্যথায়, নৈতিক অধঃপতন ঘটবে আর সামাজিক স্থিতিশীলতা নষ্ট হবে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment