২০২৪ সালের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারি রেজাল্ট প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জিএসএ ওয়েবসাইট gsa.teletalk.com.bd-এ। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এখন অপেক্ষা চলছে ফলাফল ঘোষণার। আজ আমরা এই ভর্তি ফলাফল কীভাবে দেখা যায়, তা বিস্তারিতভাবে আলোচনা করব।
বিদ্যালয়ে ভর্তি লটারি ২০২৪ – gsa.teletalk.com.bd
দেশের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারি পদ্ধতির মাধ্যমে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে সম্পন্ন হবে। আবেদনকারীরা সর্বাধিক পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষার প্রয়োজন নেই; লটারি প্রক্রিয়ার মাধ্যমেই তাদের নির্বাচন করা হবে। ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এই লটারি অনুষ্ঠিত হবে।
এক নজরে
- লটারির ফলাফল প্রকাশ: ২১ থেকে ৩০ নভেম্বর ২০২৪
- ফলাফল দেখার লিংক: gsa.teletalk.com.bd
সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি ফলাফল ২০২৪
বাংলাদেশে মোট ২০,৩১৬টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় রয়েছে, যার মধ্যে নিম্নমাধ্যমিক ২,৩৫৭টি, মাধ্যমিক ১৬,৫১৬টি, এবং স্কুল অ্যান্ড কলেজ ১,৪৪৩টি। এই সকল বিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। আবেদনকৃত প্রত্যেক প্রার্থী একটি ইউনিক আইডি পান, যা দিয়ে তারা সহজেই তাদের ভর্তি ফলাফল দেখতে পারবেন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি লটারি ফলাফল দেখতে আবেদনকারীদের নির্দিষ্ট ইউজার আইডি প্রয়োজন। ফলাফল দেখার প্রক্রিয়া নিম্নরূপ:
- gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- ‘ফলাফল অনুসন্ধান (সরকারি)’ ক্লিক করুন।
- আপনার ইউজার আইডি লিখে “Submit” বাটনে ক্লিক করুন।
- সঠিক তথ্য প্রদান করলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শিত হবে।
বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল
বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ফলাফল দেখতে একইভাবে gsa.teletalk.com.bd ওয়েবসাইট ব্যবহার করা যাবে:
- ওয়েবসাইটে গিয়ে ‘ফলাফল অনুসন্ধান (বেসরকারি)’ ক্লিক করুন।
- ইউজার আইডি লিখে “Submit” বাটনে ক্লিক করুন।
- সঠিক তথ্য প্রদান করলে কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবেন।
বিদ্যালয়ভিত্তিক ভর্তি ফলাফল ২০২৪
সরকারি বা বেসরকারি যেকোনো বিদ্যালয়ের পূর্ণাঙ্গ লটারি ফলাফলের তালিকা ডাউনলোড করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন:
- gsa.teletalk.com.bd এ প্রবেশ করুন।
- ‘ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা’ ক্লিক করুন।
- বিভাগ, জেলা, এবং উপজেলা নির্বাচন করুন।
- তালিকা থেকে কাঙ্ক্ষিত বিদ্যালয় নির্বাচন করুন এবং ফলাফলের তালিকা দেখতে পারবেন।
ইউজার আইডি বা পিন নম্বর হারিয়ে গেলে করণীয়
যদি আপনার ইউজার আইডি বা পিন নম্বর হারিয়ে যায়, তবে পুনরুদ্ধারের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
অনলাইনে
সরকারি স্কুলের জন্য নির্দিষ্ট লিঙ্কে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইউজার আইডি পুনরুদ্ধার করুন। বেসরকারি বিদ্যালয়ের জন্য আলাদা লিঙ্কে প্রবেশ করুন।
এসএমএসের মাধ্যমে
- User ID জানা থাকলে: "GSA Help User [User ID]" লিখে 16222 নাম্বারে পাঠান।
- PIN জানা থাকলে: "GSA Help PIN [PIN No]" লিখে 16222 নাম্বারে পাঠান।
Post a Comment